page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব

আমির খানের নিয়মনিষ্ঠার প্রশংসায় শাহ রুখ খান

লাইভ ভিডিও স্ট্রিমিং ও ব্রডকাস্টিং সিস্টেম #fame-এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় বলিউড সুপারস্টার শাহ রুখ খান আরেক সুপারস্টার আমির খানের প্রশংসা করলেন।

তিনি বলেন, তিনি কখনোই আমির খানের মত ডিসিপ্লিনড হতে পারবেন না। শাহ রুখ বলেন, আমির খুব নিয়মনিষ্ঠ এবং নিজের শরীরের জন্য কঠোর পরিশ্রম করে। দুই বছর আগে তার সাথে আমার যখন দেখা হয়েছিল সে তখন অনেক ওজন বাড়িয়েছিল, এবং এখন সে অতিরিক্ত সব ওজন কমিয়ে ফেলেছে। আমি কখনোই এত শৃঙ্খলাবান হতে পারব না। সত্যি কথা বলতে, আমি ‘ওম শান্তি ওম’ সিনেমার পর থেকে ব্যায়াম করা শুরু করি।

fame-4

শাহ রুখ খানের #fame লিংকের (Iamsrk) জন্যে ছবিতে ক্লিক করুন।

এই প্রশ্নোত্তরে  শাহ রুখ খান আরো বলেন তিনি নিজেকে সবসময় ফিট এবং স্বাস্থ্যবান রাখার চেষ্টা করেন। তিনি বলেন, গ্রিলড চিকেন, স্প্রাউটস (এক ধরনের অঙ্কুরিত বীজ), ব্রোকোলি ও ডাল আমার প্রতিদিনের খাবার।

শাহ রুখ খান আরো বলেন, আমি চুপচাপ ধরনের এবং অনেক মানুষের সামনে খেতে পছন্দ করি না। আমি যদি কোনো পার্টিতেও যাই, আমি বাড়ির রান্না করা খাবার খাই। আমাকে কোনো বন্ধু দাওয়াত দিলেও, আমি যে সব খাবার খাই সেই সব ধরনের থাকে।

শাহ রুখ খান তার ভক্তদের উপদেশ দিয়েছেন, পরিমাণমত খান এবং খাওয়ার জন্য বসুন।

পড়ুন: ‘একজন খান হিসাবে’—শাহ রুখ খানের আত্মজৈবনিক রচনা

About Author

সাম্প্রতিক ডেস্ক