page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব

এইচবিও’র উস্কানিতেই হ্যাক হয়েছিল ‘গেইম অফ থ্রোনস’ এর নতুন সিরিজ

ফাঁস হওয়া গোপন ইমেইলের ভিত্তিতে ধারণা করা হচ্ছে গেইম অফ থ্রোনস এর নতুন সিরিজ চুরি হওয়ার কারণ এইচবিওর বাগ বাউন্টি পুরস্কার ঘোষণা।

এই ঘোষণায় বলা হয়, এইচবিওর সাইবার নিরাপত্তা ভেদ করে তাদের সিস্টেমের দুর্বলতা দেখাতে পারলে ২৫০,০০০ ডলার পুরস্কার দেয়া হবে।

যদিও এইচবিওর পক্ষ থেকে ফাঁস হওয়া ইমেইলের সত্যতা নিয়ে আনুষ্ঠানিক কোনো স্বীকারোক্তি এখনও আসে নি। তবু ধারণা করা হচ্ছে এমন ঘোষণা দিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে এইচবিও।

About Author

সাম্প্রতিক ডেস্ক