page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব
আন্তর্জাতিক

“ওবামা এমন কিছু করে দেখান নি যে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে!” — মাইকেল মুর

বিতর্কিত প্রামাণ্যচিত্র নির্মাতা মাইকেল মুর, টরন্টো চলচ্চিত্র উৎসবে বারাক ওবামার সমালোচনা করতে মোটেও পিছপা হন নি।

শুধু তাই নয়। তিনি দৃঢ় বিশ্বাস করেন যে, ওবামা তার বাকি সময়টাতেও খুব ভাল কিছু করতে পারবেন না।

বারাক ওবামা

তার ভাষ্যমতে, “ওবামাকে সবাই কেবল প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবেই চিনবে। আর কিছু না। ওবামা এমন কিছু করে দেখান নি যে ভবিষ্যতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে, আমি নিশ্চিত কেউ তা করবেও না।”

মাইকেল মুর চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি একজন সক্রিয় রাজনৈতিক নাগরিক।

মাইকেল মুর বেশ শক্তভাবেই ওবামার পক্ষে ছিলেন নির্বাচন চলাকালীন সময়ে। কিন্তু পরবর্তী ওবামার নীতির সাথে একমত হতে পারেন নি। সাথে ক্রমবর্ধমান ড্রোন হামলা, সামরিক ব্যয়বৃদ্ধি এগুলিই তার ওবামা বিরোধীতার মূল কারণ।

 

About Author

সাম্প্রতিক ডেস্ক
সাম্প্রতিক ডেস্ক