page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব

কানে শো শুরু হতেই বন্ধ হয়ে গেল নেটফ্লিক্স প্রযোজিত ‘ওকজা’

জেক ইয়েলেনহাল ও টিলডা সুইনটন অভিনীত সিনেমা ওকজা প্রদর্শনী শুরু হওয়ার কয়েক মিনিট পরেই বন্ধ হয়ে যায়। ওকজা প্রযোজনা করেছে নেটফ্লিক্স। কান-এ নেটফ্লিক্স বিতর্কিত ব্র্যান্ড। ছবিতে প্রযোজনা প্রতিষ্ঠান নেটফ্লিক্সের লোগো আসা মাত্রই কিছু দর্শক চিৎকার করে তিরস্কার করতে শুরু করে।

ওকজার কাহিনি একটি বাচ্চা মেয়েকে নিয়ে, মেয়েটি তার বেস্ট ফ্রেন্ড একটি সুপার-পিগ বা বিশেষ ধরনের শূকর ছানাকে বাঁচানোর চেষ্টা করে।

নেটফ্লিক্স ফ্রান্সে মুক্তি দিতে চায় নি বলে সিনেমাটি এমনিতেই বিতর্কিত হয়েছে।

পরে বোঝা যায় সিনেমাটি ভুল ‘অ্যাসপেক্ট রেশিও’তে চালু করা হয়েছিল। কোনো ব্যাখ্যা না দিয়েই কিছুক্ষণ পরে আবার সিনেমাটি শুরু হয়। তবে দ্বিতীয়বার সিনেমা শুরু হওয়ার পরেও নেটফ্লিক্সের লোগো ভেসে উঠলে দর্শকরা চিৎকার শুরু করে।

১৮ মে তে জুলিয়ান মুর অভিনীত ‘ওয়ান্ডারস্ট্রাক’ সিনেমা প্রদর্শনীতেও প্রযোজনা প্রতিষ্ঠান আমাজনের লোগো আসামাত্রই দর্শকরা চিৎকার দিয়েছিল।


ওকজা ছবির ট্রেলার

About Author

সাম্প্রতিক ডেস্ক