page contents
সমকালীন বিশ্ব, শিল্প-সংস্কৃতি ও লাইফস্টাইল

কয়েকশ কোটি বছর আগে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে মঙ্গল গ্রহের পৃষ্ঠতল পরিবর্তিত হয়েছে

গবেষণায় দেখা গেছে কয়েকশ কোটি বছর আগে প্রচণ্ড ভারি বৃষ্টিপাতের ফলে মঙ্গল গ্রহের পৃষ্ঠতলে (সারফেস) গর্ত এবং নদীর মত খাল তৈরি হয়েছে।

মঙ্গল গ্রহের ভৌগলিক প্রকৃতি পৃথিবী ও চাঁদের মত। মঙ্গলপৃষ্ঠে বড় বড় গর্ত ও উপত্যকা আছে।

মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে পরিবর্তনের ফলে এখন আর সেখানে বৃষ্টি হয় না।

তবে গবেষণায় দেখা গেছে এক সময় সেখানে বৃষ্টি হত এবং সেই বৃষ্টিপাত মঙ্গল গ্রহের পৃষ্ঠতল বদলে দেওয়ার মত যথেষ্ট ছিল।

৪.৫ বিলিয়ন বছর আগে যখন মঙ্গল গ্রহ তৈরি হয় তখন মঙ্গল বায়ুমণ্ডলে এখনকার চেয়ে অনেক বেশি চাপ ছিল।

এরপর আস্তে আস্তে চাপ কমতে থাকে এবং সে কারণে মঙ্গলে বৃষ্টির ফোঁটা বড় হয় এবং বৃষ্টি বেশি জোরে পড়ে। মঙ্গল পৃষ্ঠের প্রকৃতি এখন যে রকম, এর পিছনে আছে কয়েক বিলিয়ন বছর আগের এ রকম ভারি বৃষ্টিপাত।

কমেন্ট করুন

মন্তব্য

About Author

সাম্প্রতিক ডেস্ক

1 Comment

  1. Sunny arian Reply

    বাজে কথা।

Leave a Reply