page contents
সমকালীন বিশ্ব, শিল্প-সংস্কৃতি ও লাইফস্টাইল

চশমা ছাড়া ও চশমা সহ দু ভাবে সূর্যগ্রহণ দেখলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

গত সোমবার ২১ আগস্ট, ২০১৭ তারিখে ইউএসে গত একশ’ বছরে প্রথমবারের মতো পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ ঘটে।

এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হবার জন্য এক পর্যায়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বেরিয়ে এসে হোয়াইট হাউজের ট্রুম্যান ব্যালকনিতে দাঁড়িয়ে সরাসরি আকাশের দিকে তাকান। তখন তার একজন সহযোগী চিৎকার করে বলেন, “ডোন্ট লুক!”—(“তাকাবেন না!)

তার প্রায় এক মিনিট পর ৯০ সেকেন্ড ধরে সূর্যগ্রহণের চূড়ান্ত মুহূর্ত দেখার জন্য একটি সুরক্ষা চশমা পরেন তিনি। সাথে ছিলেন স্ত্রী মেলানিয়া ও পুত্র ব্যারন।

এভাবে চশমা ছাড়া গ্রহণ দেখার ফলে চোখের ক্ষতি হতে পারে তার।

ওয়াশিংটন ডিসি থেকে অবশ্য শুধু আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে।

দুপুর ১ টা ১৭ তে শুরু হয়ে একেবারে চূড়ান্ত মুহূর্তে তা পৌঁছায় ২ টা ৪২ মিনিটে। আর গ্রহণ শেষ হয় বিকাল ৪ টা ১ এ। ওয়াশিংটনে চূড়ান্ত মুহূর্তে সূর্যের ৮১ শতাংশ অংশ চাঁদ ঢেকে ফেলেছিল।

ওরেগন থেকে শুরু করে সাউথ ক্যালিফোর্নিয়া পর্যন্তই শুধু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। অন্যান্য অঞ্চলের অধিবাসীরা কেবল আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগ পান।

সূত্র. বিজনেস ইনসাইডার. ২১.০৮.২০১৭

কমেন্ট করুন

মন্তব্য

About Author

সাম্প্রতিক ডেস্ক

Leave a Reply