page contents
সমকালীন বিশ্ব, শিল্প-সংস্কৃতি ও লাইফস্টাইল

চীনে চিড়িয়াখানার ভিতরে এক বাঘ খুন করল আরেক বাঘকে

গত সপ্তাহে দুটি পুরুষ বাঘের মারাত্মক লড়াইয়ের পর পশুদের মেটিং সিজনে নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরো জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে চীনের ইয়ুনান প্রদেশের কুনমিং চিড়িয়াখানা।

৫ আগস্ট ২০১৭ তারিখে সেখানকার ‘জিয়াওহু’ নামের এক বেঙ্গল টাইগার একটি সাইবেরিয়ান বাঘের  শ্বাসরোধ করে তাকে হত্যা করে। কর্মীরা তাদের হাতাহাতির খবর জানার কিছুক্ষণের মাঝেই বাঘ দু’টিকে আলাদা করে ফেলেন।

বাঘ দুটি ছিল চিড়িয়াখানার সঙ্কর প্রজনন প্রকল্পের অংশ। তাদের সাথে আরেকটি পুরুষ ও নারী বাঘও ছিল। সাইবেরিয়ান বাঘটির বয়স হয়েছিল ১৮ বছর ও বেঙ্গল টাইগারের ১৪।

চিড়িয়াখানার প্রশাসন প্রধান জানান, সঙ্গী ও খাবারের ব্যাপারে বাঘদের মাঝে লড়াইয়ের ঘটনা খুবই স্বাভাবিক। যৌনমিলনের ঋতু চলছিল বলেই হয়ত বাঘ দু’টি লড়াইয়ে লিপ্ত হয়।

কমেন্ট করুন

মন্তব্য

About Author

সাম্প্রতিক ডেস্ক

Leave a Reply