page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব

টারানটিনোর ‘হেটফুল এইট’ প্রথমে আসছে ডিসেম্বরে

কুয়েনটিন টারানটিনোর নতুন ছবি হেটফুল এইট ৭০ মিলিমিটার সিস্টেমে সীমিতভাবে মুক্তি পাবে ২০১৫ এর ২৫ ডিসেম্বর। তবে যুক্তরাষ্ট্রে সারাদেশ জুড়ে মুক্তি পাবে ২০১৬ এর ৮ জানুয়ারি। ছবিটির প্রযোজনা সংস্থা দি ওয়েস্টিন কোম্পানি ১২ জুন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়ের কাহিনী নিয়ে তৈরি ওয়েস্টার্ন ঘরানার এই ছবিটির সাথে ২৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আরো কয়েকটি উল্লেখযোগ্য ছবি। উইল স্মিথ অভিনীত কনকাশন, ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিত রিমেক ছবি পয়েন্ট ব্রেক, ডিজনি’র স্টার ওয়ারস ও সিআইএ এজেন্ট অ্যাডওয়ার্ড স্নোডেনকে নিয়ে অলিভার স্টোনের ছবি স্নোডেন মুক্তি পাবে ২৫ ডিসেম্বর, ২০১৫তে।

পরিচালনার পাশাপাশি হেটফুল এইটের কাহিনী লিখেছেন টারানটিনো। এই ছবিটিতে অভিনয় করেছেন স্যামুয়েল জ্যাকসন, ব্রুস ডার্ন, ডেমেইন বিচির ও জেনিফার জেসন লেই। টারানটিনোর আগের ছবি জাঙ্গো আনচেইন্ড মুক্তি পেয়েছিল ২০১২ সালের ২৫ ডিসেম্বর। ছবিটি সারা পৃথিবীতে ৪০০ মিলিয়ন ডলার ব্যবসা করে।

হেটফুল এইট সিনেমাটির প্রথম টিজার ট্রেলার ভিডিও ইতোমধ্যে মুক্তি পেয়েছে।


Quentin Tarantino´s The Hateful Eight – TRAILER

About Author

সাম্প্রতিক ডেস্ক