page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব

ত্রিভূজ প্রেমের গল্প ‘দি প্রমিজ’-এ ক্রিশ্চিয়ান বেল ও অস্কার আইজাক

ঐতিহাসিক রোমান্টিক কাহিনীর ছবি ‘দি প্রমিজ’ এ ক্রিশ্চিয়ান বেল ও অস্কার আইজাক এই দুই জনপ্রিয় অভিনেতাকে একসাথে দেখা যাবে। ছবিটির পরিচালক ‘হোটেল রুয়ান্ডা’র জন্য বিখ্যাত টেরি জর্জ। ছবিটির শুটিং হবে পর্তুগাল ও ক্যানারি দ্বীপে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন টেরি জর্জ ও রবিন সুইকর্ড। এক আমেরিকান সাংবাদিক, এক মেডিকেলের ছাত্র ও এক সুন্দরী অভিজাত নারীর ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে ছবির কাহিনী।

অটোমান সাম্রাজ্যের শেষ দিনগুলির সময়ে সিনেমাটির গল্প। ১৯২২ সালের ঘটনা।

ক্রিশ্চিয়ান বেল অভিনয় করবেন এক রিপোর্টারের চরিত্রে। সেই রিপোর্টার সুন্দরী ও অভিজাত নারীটিকে ভালোবাসে। অস্কার আইজাক অভিনয় করবেন মেডিকেলের ছাত্রের চরিত্রে। পুরাতন পৃথিবীর ঐতিহ্যের সাথে তার বিরোধ রয়েছে।

বেলকে শেষ দেখা গিয়েছিল ২০১৪ এর ‘এক্সোডাস’ ছবিতে। এরপর তিনি ‘নাইট অব কাপস’ ও ‘ওয়েটলেস’ নামের টেরেন্স মালিকের আরো দুটি ছবিতে অভিনয় করেছেন। তবে ছবি দুটি এখনো মুক্তি পায় নি।

অস্কার আইজাককে সামনে দুটি উল্লেখযোগ্য সিনেমায় দেখা যাবে। ছবি দুটি: ‘স্টার ওয়ার্স—দি ফোর্স এওয়াকেনস’ ও ‘এক্সমেন—অ্যাপোক্যালিপস’।

About Author

সাম্প্রতিক ডেস্ক