page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব

‘দিলওয়ালে’র শুটিং—বুলগারিয়ার পথে নতুন লুকে শাহ রুখ

বলিউডের জনপ্রিয়তম জুটি শাহ রুখ-কাজলের পরবর্তী ছবি রোহিত শেঠি পরিচালিত দিলওয়ালের শুটিংয়ে যোগ দিতে বুলগারিয়া যাচ্ছেন শাহ রুখ খান। এই সিনেমার শুটিং বছরের প্রথম দিকে শুরু হলেও শাহ রুখ ও কাজল অভিনীত অংশের শুটিং এ বছরের জুনে শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ১১ জুন ২০১৫ তে বুলগারিয়ার সুন্দর শহর সোফিয়াতে দিলওয়ালের শুটিং শুরু হয়েছে।

১২ জুন বুলগারিয়া যাওয়ার পথে মুম্বাই এয়ারপোর্টে শাহ রুখ খানকে নতুন লুকে দেখা যায়।

শাহ রুখ খানের নতুন লুক—তিনি বিরাট একটা গোঁফ রেখেছেন। তবে এই চেহারা সম্ভবত দিলওয়ালের জন্য নয়। কারণ শাহ রুখ খান ফ্লাইটে থাকা অবস্থায়ই টুইট করেছেন, ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে গেছে তাই, রাইস (অন্য একটি সিনেমা) এর লুকের কিছু অংশ এখনো চেহারায়।

পরবর্তীতে তিনি আবার টুইট করেন, দিলওয়ালে টাইম, রোহিতের টিমের হাসিমুখ দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। ফান শুরু করার জন্য এক বছর অপেক্ষা করেছি… বুলগারিয়া এক্সপ্রেস।

ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রাও ১০ জুন দিলওয়ালের শুটিংয়ে যোগ দিয়েছেন। ১০ জুন তিনি টুইট করেছেন, সোফিয়ায় লম্বা জার্নিতে ক্লান্ত কিন্তু সামনে রোহিত শেঠির ফিল্মের জন্য কাজলের সাথে শুটিংয়ের দিকে তাকিয়ে আছি।

About Author

সাম্প্রতিক ডেস্ক