page contents
সমকালীন বিশ্ব, শিল্প-সংস্কৃতি ও লাইফস্টাইল

‘দ্য মাম্মি’র নতুন ছবি, শুটিং চলছে লন্ডনে, স্টান্ট অ্যাকশনে টম ক্রুজ

সম্প্রতি টম ক্রুজকে লন্ডনে দ্য মাম্মি ছবির  জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে দেখা গেছে।

এই বিশেষ দৃশ্যে টম ক্রুজকে একটি উল্টে যাওয়া লাল রঙের ডাবল ডেকার বাসে দেখা যায়। সিনেমার কাহিনিতে বাসটি সম্ভবত একটি অশুভ শক্তির কারণে উল্টে গেছে। আর গতানুগতিকভাবেই, টম ক্রুজ এখানে নিজের স্টান্ট নিজেই করেছেন ।

মরুভূমির তলদেশে একটি গভীর সমাধিকক্ষে একজন প্রাচীন নারীকে সমাধিস্থ করে রাখা হয়েছে।  একসময় এই রানির গন্তব্য অন্যায়ভাবে তার কাছে থেকে কেড়ে নেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল সেই রানির সমাধিটি নিরাপদেই আছে।

কিন্তু সেই রানি বর্তমানে জেগে উঠেছে। কয়েক শতাব্দী ধরে মানবজাতির উপর তার ক্ষোভ ও বিদ্বেষ বেড়েছে ।

tom-k8

ছবির শুটিং-এ উল্টানো বাসে আটকা পড়েছেন টম ক্রুজ।

tom-c-4

ছবির শুটিংয়ে অ্যানাবেল ওয়ালিস ও টম ক্রুজ

দ্য মাম্মি ছবিটি মধ্যপ্রাচ্যের ধূ ধূ বালির মরুভূমি থেকে আধুনিক লন্ডন পর্যন্ত বিস্তৃত। লন্ডনের নিচের গোলকধাঁধায় এমন সব বিস্ময়, রহস্য, উত্তেজনা ও আতঙ্ক নিয়ে আসে যে এটা দর্শকদের নতুন একটা কল্পনার রাজ্যে নিয়ে যাবে। দর্শকরা প্রবেশ করবে দেবতা ও দানবের নতুন একটি দুনিয়ায়।

দ্য মাম্মিতে টম ক্রুজ ছাড়াও আরো অভিনয় করেছেন রাসেল ক্রো, অ্যানাবেল ওয়ালিস, সোফিয়া বোটেলা সহ আরো অনেকে।

ছবির সেটে ট্রম ক্রুজ।

ছবির সেটে ট্রম ক্রুজ।

এই ছবির চিত্রনাট্য লিখেছেন প্রমিথিউস ছবির চিত্রনাট্যকার জন স্পেইটস। ছবিটি পরিচালনা করছেন অ্যালেক্স কার্টজম্যান।

দ্য মাম্মি হতে যাচ্ছে অ্যালেক্স কার্টজম্যানের প্রথম পরিচালনা। এর আগে তিনি স্টার ট্রেক ইনটু ডার্কনেসদ্য অ্যামেজিং স্পাইডার ম্যান-২ এর চিত্রনাট্য লিখেছেন ও প্রযোজনা করেছেন।

মাম্মি সিরিজের এই ছবিতে প্রথমবারের মত একটি নারী ‘মমি’ চরিত্র থাকছে। এই নারী ‘মমি’-ই এই ছবির ভিলেন।

ছবিটি মুক্তি পাবে ২০১৭ এর ৯ জুন।

কমেন্ট করুন

মন্তব্য

About Author

সাম্প্রতিক ডেস্ক

Leave a Reply