page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব
আন্তর্জাতিক

প্রবর রিপনের কাব্যনাটক ‘লবণখোর’-এর ‘মোড়ক বিস্ফোরণ’

২০১৪ এর বইমেলায় প্রবর রিপনের প্রথম কাব্যনাটক “লবণখোর” এসেছে।

তাঁর নিজের প্রকাশনী ‘নিজের খেয়ে নিজের মোষ তাড়ানো’ থেকে বইটি বের হয়েছে। লেখালিখির দিক থেকে এটা তার তৃতীয় বই। এর আগে তার দুটি কবিতার বই বের হয়েছে, নৈঃশব্দের মৃত্যুআমার নাম অসুখ

প্রবর রিপনের ইন্টারভিউ – ইউটিউব ভিডিও

লবণখোর কাব্যনাটকটিতে প্রধান চরিত্র হল কবি। তার বিভিন্ন অনুভূতি এক একটি চরিত্র আকারে উপস্থাপন করা হয়েছে।

কবি এই বই প্রসঙ্গে বলেন, এটা অন্ধকারের গল্প। মূলত যারা পড়ুয়া পাঠক তাদের এই কাব্যনাটকটি ভালো লাগবে।

লবণখোর কাব্যনাটকটি চাইলে কেউ মঞ্চায়নও করতে পারে। তিনি নিজে মঞ্চায়ন করবেন কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এত ঐক্যহীন জাতির পক্ষে,আমি পারব না তাদের এক করে ঐ জিনিসটা করতে।”

তাঁর আরো একটি কবিতার বই “বুনো জাহাজ” আসার কথা ছিল এবার বইমেলায়। কিন্তু সময়ের কারণে করা হয় নি।

আগামী বইমেলায় তার কোন কবিতার বই আসবে কিনা এই বিষয়ে তিনি বলেন, “যদি কবিতা হয়ে যায় তাহলে আসবে, নাহলে আসবে না।”

লবণখোর-এর ‘মোড়ক বিস্ফোরণ’ (ভিডিও দেখুন) অনুষ্ঠিত হয় ২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যার পরে ঢাকার ছবির হাটে প্রবর রিপন-এর বন্ধু ও শুভানুধ্যায়ীদের সাহচর্যে।

About Author

সাম্প্রতিক ডেস্ক
সাম্প্রতিক ডেস্ক