page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব

‘ফেক আইডি’ বিষয়ে মোস্তফা জব্বারের সাম্প্রতিক মন্তব্য

বাংলা ট্রিবিউন পত্রিকায় ১৯ জুলাই ২০১৫ তারিখে ‘আইনের আওতায় আসছে ফেসবুকের ভুয়া আইডি‘ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদক হিটলার এ. হালিম। প্রতিবেদনে অন্য কয়েকজনের সঙ্গে ‘সাইবার সিকিউরিটি ড্রাফট পূণর্গঠন কমিটি’র সদস্য তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বারের বক্তব্য নেয়া হয়। তিনি বলেন,

ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল মাধ্যমে পরিচয় গোপন করে উপস্থিত হওয়া এবং কোনও অপপ্রচার চালানো শাস্তিযোগ্য অপরাধ।

মোস্তাফা জব্বার অারও বলেন,

যদিও ফেক অাইডি তৈরি করতে গুগল বা ফেসবুক অনুমোদন দিচ্ছে, তবু সেসব অামাদের দেখার বিষয় নয়। অামরা কাউকে পরিচয় গোপন করে কিছু করতে দেব না। ধরা পড়তেই হবে এবং তাকে বা তাদের অাইনের অাওতায় নিয়ে অাসা হবে।

সম্পূর্ণ খবর পড়তে এখানে ক্লিক করুন। খবর

আপনি কী মনে করেন, কেন মোস্তফা জব্বার ফেক আইডি তৈরিতে গুগল বা ফেসবুকের অনুমোদনকে এড়িয়ে যেতে চাইছেন?

নিচে আপনার মত লিখুন।

 

About Author

সাম্প্রতিক ডেস্ক