page contents
সমকালীন বিশ্ব, শিল্প-সংস্কৃতি ও লাইফস্টাইল

ফেসবুক পোস্টে নিজের নবজাতক মেয়ে ‘অগাস্ট’ এর কথা জানালেন মার্ক জুকারবার্গ

বেশ কয়েকবার গর্ভপাতের পর জুকারবার্গ দম্পতির প্রথম মেয়ে ম্যাক্স-এর জন্ম হয় প্রায় দেড় বছর আগে। এরপর এই বছরের মার্চ মাসে জুকারবার্গ তার দ্বিতীয় সন্তানের কথা ঘোষণা করেছিলেন। গত ২৮ আগস্ট, ২০১৭ তারিখে তার ফেসবুক অ্যাকাউন্টে নবজাতক মেয়ে ও স্ত্রী প্রিসিলা চ্যানের সাথে তোলা একটা ছবি পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনটা ছিল এরকম:

“আমাদের মেয়ে অগাস্টকে স্বাগতম জানাতে পেরে আমি ও প্রিসিলা অত্যন্ত আনন্দিত!”

যেহেতু অগাস্ট মাসে জন্ম, তাই মেয়ের নাম রাখা হয়েছে ‘অগাস্ট’। সেই ফেসবুক পোস্টের নিচে নবাগত মেয়ের জন্য একটা খোলা চিঠিও লিখেছেন তারা, “যে পৃথিবীতে অগাস্ট বেড়ে উঠবে সেই পৃথিবী সম্বন্ধে তার কাছে একটা চিঠি লিখেছি আমরা। একই সাথে আশা রাখছি, সে খুব তাড়াতাড়ি বড় হবে না।”

চিঠিটাতে তারা বলেন, “তোমার ও তোমার প্রজন্মের সব শিশুর জন্যে পৃথিবীটা যেন আরো সুন্দর একটি স্থান হয়ে ওঠে—সেই উদ্দেশ্যে যা যা সম্ভব তার সবকিছুই করব আমরা।”

সূত্র. ইন্ডিপেনডেন্ট

কমেন্ট করুন

মন্তব্য

About Author

সাম্প্রতিক ডেস্ক

Leave a Reply