page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব

বেকায়দায় নিউজ প্রেজেন্টার

নিউজের সেটে বসে চুল আঁচড়াচ্ছিলেন বিবিসির প্রেজেন্টার ক্যারল ওয়াকার। টেরও পান নি যে তিনি অন এয়ারে ঢুকে পড়েছেন।

যখন টের পেলেন ততক্ষণে তার রূপচর্চা অনেকখানি প্রচারিত হয়ে গেছে।

তবে একটুও ঘাবড়ে যান নি জাঁদরেল এই সাংবাদিক। চেহারায় এতটুকু অপ্রস্তুত ভাব নেই। ক্যামেরায় চোখ রেখে এমন অনায়াসে আর নির্ভুলভাবে শিরোনাম পড়া শুরু করলেন, যেন এটাই তার স্টাইল।

অন্য কেউ হলে এখানে লেজেগোবরে অবস্থা করে ফেলতো। কিন্তু ক্যারল ওয়াকার বিবিসির সবচেয়ে পুরনো ব্রডকাস্টার। ১৯৯৭ সাল থেকে ওয়েস্টমিনিস্টার বিট কাভার করছেন। উপসাগর যুদ্ধ কাভার করেছেন। সোমালিয়া আর বলকান এলাকার গৃহযুদ্ধের রিপোর্টও করতে হয়েছে। অনেকে বলছেন, ওটা ক্যারল বলেই রক্ষা।

বৃহস্পতিবার সকাল নটায় এই কাণ্ডটা ঘটার পেছনে দায়ি পিসিআর প্রোডিউসাররা। প্রেজেন্টার ওয়াকার একটু আগেই ব্রেকিং নিউজ ব্রডকাস্ট করেছেন, জেনারেল নিউজ পড়েছেন, তারপর তাকে অলস বসিয়ে রেখে শুরু হয়েছে আরেকটি সেট থেকে বিজনেস নিউজ প্রচার। কথা ছিল সেটা প্রচার শেষে একবার শুধু হেডলাইনগুলি পড়ার জন্যে ফিরে আসা হবে নিউজ সেটে ক্যারল ওয়াকারের কাছে।

সময় হাতে পেয়ে ক্যারল ওয়াকার যা করছিলেন, অন্য সব প্রেজেন্টারই তাই করে। কে জানতে, চার মিনিট আগেই প্রোডিউসার বিজনেস নিউজ থেকে সুইচ করে ক্যারলের কাছে চলে আসবেন, তাও কোনো জানান না দিয়ে।


Blooper: BBC presenter caught brushing her hair before news (04Aug15)

About Author

সাম্প্রতিক ডেস্ক