page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব

রানি মুখার্জির কন্যা আদিরা’র জন্ম উদযাপন করলেন আমির খান

রানি মুখার্জি এবং তার স্বামী আদিত্য চোপড়ার সাথে আমির খানের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। আমির খান তার এই দুই বন্ধুর বাবা-মা হওয়ার খবর শুনে খুবই উচ্ছসিত হয়ে ওঠেন।

আমির খান এখন পুনেতে তার আগামী ছবি ‘দাঙ্গাল’-এর শুটিং করছেন। রানি মুখার্জি এবং আদিত্য চোপড়ার কন্যা আদিরার জন্ম হওয়ার খবর শুনে এতটাই উচ্ছ্বসিত হয়েছেন যে তিনি শুটিং ইউনিটের সব কলাকুশলীকে মিষ্টি বিতরণ করেন।
আমির খানের এক মুখপাত্র এই সংবাদ জানিয়েছেন।

আমির খান রানি মুখার্জির সাথে এর আগে ‘গোলাম’, ‘তালাশ’ ও মঙ্গল পান্ডে ছবিতে অভিনয় করেছেন। আর ‘ধুম থ্রি’তে অভিনয় করার পর আমির খানের সাথে এই ছবির প্রযোজক আদিত্য চোপড়ার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়।

৯ ডিসেম্বর, ২০১৫ তে আদিত্য চোপড়া ও রানি মুখার্জি দম্পতির কন্যা আধিরা জন্মগ্রহণ করেছে।

About Author

সাম্প্রতিক ডেস্ক