page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব

রে ডনোভান হিরো ৫৭ বছরের স্টিভেন বাওয়ারের ১৮ বছর বয়সী গার্লফ্রেন্ড

স্কারফেস অভিনেতা ও আমেরিকান ক্রাইম সিরিজ রে ডনোভানের  স্টিভেন বাওয়ারকে লস অ্যানজেলসে দেখা গেছে তার চেয়ে প্রায় ৪০ বছরের ছোট লাইডা লাউডেনের সঙ্গে।

লাইডা বাওয়ারের সন্তানদের থেকেও বেশ ছোট!

স্টিভেন বাওয়ারের সাবেক স্ত্রী মেলানি গ্রিফিথের সন্তান আলেক্সান্ডারের বয়স এখন ২৯ এবং বাওয়ারের নিজের সন্তান ডিলানের ২০ এর উপর।

লাইডার টুইটার অ্যাকাউন্ট থেকে দেখা গেছে তিনি একজন সাংবাদিক। তার সম্পর্কে আরো কিছু তথ্য তিনি নিজেই লিখেছেন। যেমন তিনি ভয়ের দুঃস্বপ্ন থেকেও অনুপ্রাণিত হন। এবং চলচ্চিত্র, সঙ্গীত, ধূমপান আর এসপ্রেসো কফির প্রতি খুব আসক্তি!

বাওয়ার আর লাইডার সম্পর্ক প্রায় তিন মাস ধরে চলছে। ২০১৪ জুলাইয়ে একটি ছবির স্ক্রিনিং উপলক্ষ্যে তাদের প্রথম একসাথে দেখা যায়!

About Author

সাম্প্রতিক ডেস্ক
সাম্প্রতিক ডেস্ক