page contents
সমকালীন বিশ্ব, শিল্প-সংস্কৃতি ও লাইফস্টাইল

সমুদ্র তলদেশে ভয়ঙ্কর নেকড়ে ইল ও ডুবুরির বন্ধুত্ব (ভিডিও)

যখন সাগরের গভীরের কোনো ভয়ঙ্কর প্রাণীর প্রসঙ্গ আসে তখন আমরা সাধারণত হাঙরের মত প্রাণীর কথা চিন্তা করি। কিন্তু ইলও খুব ভয়ঙ্কর একটি প্রাণী। যেমন  দেখতে বিকট নেকড়ে ইল খুবই ভয়ঙ্কর। এই নেকড়ে ইল বা উলফ ইল খুব বড় আকারের, তবে এরা সাগরের গভীর তলদেশে পাথরের খাঁজের গর্তে বাস করে।

নেকড়ে ইলের কামড় খুব শক্তিশালী।

নেকড়ে ইলের কামড় শক্তিশালী হওয়ার কারণেই ঝিনুকের মত খোলসযুক্ত সামুদ্রিক প্রাণী এদের খাদ্য। তবে এরা কদাচিৎ আক্রমণাত্মক হয়ে ওঠে। দেখা গেছে আক্রমণাত্মক অবস্থায় মানুষের মাংস খাওয়ার রুচিও এদের আছে।

নিচের ভিডিওটিতে যে ডুবুরিকে দেখা যাচ্ছে তিনি অক্ষত অবস্থায় ফিরে এসেছেন, নেকড়ে ইলের আক্রমণের শিকার হন নি। তবে তিনি জানতেন যে কোনো সময় নেকড়ে ইলটি ক্ষেপে গিয়ে তার শরীর থেকে তার হাত আলাদা করে ফেলতে পারে।

নার্ভের উপর কী সাংঘাতিক চাপ!

ইউটিউবে ভিডিওটির বর্ণনায় লেখা আছে, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, সে ডুবুরি এক বছরেরও বেশি সময় ধরে নেকড়ে ইলটির স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন। এই কারণেই হয়ত দুজনের সম্পর্ক বেশ ভাল। তবে যাই হোক, কোনো ভাবেই নেকড়ে ইলটিকে কম ভয়ঙ্কর মনে হয় নি।

কমেন্ট করুন

মন্তব্য

About Author

সাম্প্রতিক ডেস্ক

Leave a Reply