page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব
আন্তর্জাতিক

“সুনীলের সেই সময়টা একটা লেভেলে আমার ভালোই লেগেছে”—শাহীন আখতার

২০১৪ বইমেলায় শাহীন আখতারের একটি বই এসেছে। উপন্যাস, ময়ূর সিংহাসন

বইটি বের হয়েছে প্রথমা থেকে। ঐতিহাসিক পটভূমিকায় লেখা। উপন্যাসের নায়ক মুঘল শাহজাদা শাহ সুজা।

শাহীন আখতার বলেন, “উপন্যাসের শেষ অংশ আমি রিলেট করেছি বর্তমানের সঙ্গে।” তিনি জানান, ঐতিহাসিক উপন্যাস লিখতে গেলে প্রথম দিকে সমস্যা হলেও, একটু সময় নিলে ঐ সময়টাতে চলে যাওয়া যায়। তিনি বলেন, “হয়তো ওইটার মত না, আবার নিজের মধ্যে একটা সময় তৈরি হয় যেটা আবার বর্তমানের মতও না।”

ময়ূর সিংহাসন উপন্যাসে মুঘল আমলকে তুলে আনতে তিনি মুঘল আমলের পেইন্টিংয়ের উপর বেশি নির্ভর করেছেন।

শাহীন আখতারের ইন্টারভিউ – ইউটিউব ভিডিও

ঈদসংখ্যায় উপন্যাস প্রকাশিত হওয়ার কথায় তিনি বললেন, “আমার মনে হয় ঈদসংখ্যার থেকেও, আমাদের এখানকার লেখকদের মধ্যে একটা চেইঞ্জ হয়েছে।”

সমসাময়িক কালে ঐতিহাসিক উপন্যাস লেখার প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গের লেখক রবিশঙ্কর বলের দোযখনামা উপন্যাসের উল্লেখ করেন।

তিনি বলেন, “সুনীলের সেই সময়টা একটা লেভেলে আমার ভালোই লেগেছে।”

হুমায়ূন আহমেদের ঐতিহাসিক উপন্যাস বাদশাহ নামদার এর কথায় বললেন, “ওটার আমি রিভিউ করেছি ছোট্ট একটা।”

রিভিউ প্রসঙ্গে তিনি বলেন, “রিভিউটা পড়ে নিতে হবে।”

পাঠকদের প্রসঙ্গে শাহীন আখতার কথা, “অবশ্যই, বই না পড়লে চূড়ান্ত হতাশার অবস্থায় চলে যেতে হবে।”

About Author

সাম্প্রতিক ডেস্ক
সাম্প্রতিক ডেস্ক