page contents
লাইফস্টাইল, সংস্কৃতি ও বিশ্ব

২০১৬ সালে প্রথম বারের মত অস্কার মনোনয়ন পেয়েছেন যারা

২০১৬ সালে ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডে প্রথম বারের মত যারা মনোনয়ন পেলেন তাদের তালিকা:

oskar213

ব্রী লারসেন
রুম ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছেন।

ALICIA-VIKANDER

অ্যালিসিয়া ভিক্যান্ডার
ড্যানিশ গার্ল ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছেন।

CHARLOTTE-RAMPLING

শার্লট র‍্যাম্পলিং
দ্য ফোরটি ফাইভ ইয়ারস ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।

RACHEL-MCADAMS

র‍্যাচেল ম্যাকঅ্যাডামস
স্পটলাইট ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছেন।

tom-hardi2

টম হার্ডি
দ্য রেভেন্যান্ট ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছেন।

SAM-SMITH

স্যাম স্মিথ
স্পেকটার ছবিতে তার গান ‘রাইটিংস অন দ্য ওয়াল’ এর জন্য প্রথমবার অস্কার মনোনয়ন পেয়েছেন।

LADY-GAGA

লেডি গাগা
দ্য হান্টিং গ্রাউন্ডে ‘টিল ইট হ্যাপেনস টু ইউ’ গানের জন্য মনোনয়ন পেয়েছেন।

BRYAN-CRANSTON

ব্রায়ান ক্র্যানস্টন
ব্রেকিং ব্যাড খ্যাত এই তারকা এর আগে সাধারণত টেলিভিশনেই বেশি কাজ করতেন। ট্রাম্বো ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছেন।

MARK-RYLANCE

মার্ক রাইল্যান্স
ব্রিজ অব স্পাইজ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছেন।

JENNIFER-JASON-LEIGH

জেনিফার জেসন লেই
হেইটফুল এইট ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন।

 

About Author

সাম্প্রতিক ডেস্ক