পশ্চিম শেওড়াপাড়ায় যখন থাকতাম
মনে হইতেছিল এই রাস্তা দিয়া আমি হয়ত যাব আরও কোনো দিন, তবে এই রাস্তা দিয়া আমি আর বাসা যাব না। তখন মন খারাপ লাগছিল।
পানগুছি পাড়ের মোরেলগঞ্জে
সামনে দেখি নদীর পাড়ে কিছু লোক হই-হল্লা করতেছে। মাভিনকে বলতেছিলাম এই দিকের লোকেরা যে অন্যদের চেয়ে লাউড হয় এর কারণ কী?