আমার উম্মে হুরায়রা হইয়া ওঠা
আমার আম্মা আর মামারা আগে খাঁচায় রাইখা টিয়া পাখি পুষতেন, সেই পাখি কোনোভাবে পালায় গেলে মন খারাপ করতেন আর শুকনা মরিচ হাতে নিয়া পাখির নাম ডাইকা ডাইকা খুঁজতেন।
পড়ার ঘর
পড়ার ঘরে বইসা না পড়লেও আমার এক ধরনের শান্তি অনুভূত হয়। অনেক গরম আর দীনহীন অবস্থার পরেও ঘরটা আমার নিজেরই।
শীত আসলে
শীতকালে দিন খুব ছোট হয়, আফিস থাইকা ফিরতে ফিরতে সন্ধ্যাই হইয়া যায়। বাসায় ফিরা খুব মন খারাপ লাগে।